মাধবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

মাধবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শরিবার (৯ নভেম্বর) বিকাল ৪ টার দিকে রতনপুর-ছাতিয়াইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন- মাধবপুর উপজেলার ছাতিয়াইন উড়াইন গ্রামের নয়াবাসী সরকারের ছেলে রনজিত সরকার (৩২)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জান জানান, রতনপুর-ছাতিয়াইন সড়কের মাঝামাঝি গ্লোরি কোম্পানির সামনে একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রনজিত সরকার নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে মাধবপুর হাসপাতালে পাঠানো হয়। লাশ এখন ছাতিয়াইন ফাঁড়িতে রয়েছে।

মাধবপুর প্রতিনিধি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল