সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের আবু মুহাম্মদ আসসাওয়াদফি আল ফিকাহ নামের এক ব্যক্তি মিশর থেকে ২০১১ সালে একটি তীন ফলের গাছ নিয়ে আসেন। গাছটি বটিয়াঘাটার জলমার দাওয়াতুল খাইর কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অব সোশ্যাল রিফর্ম স্কুলের আঙিনায় রোপণ করা হয়।
অনেক দিন ধরেই গাছটি দেখতে দূর-দূরান্ত থেকে লোক ছুটে আসেন। কারণ এই সেই তীন গাছ যার নামে পবিত্র কুরআনে একটি সূরা নাযিল হয়েছে। এই তীনের নামে মহান আল্লাহ তায়ালা শপথও করেছেন। তাই মুসলমানদের কাছে এই তীন গাছ ও এর ফল একটু ভিন্ন অর্থ বহন করে। সূরার প্রথম শব্দ তীন অনুসারে এ সূরার নামকরণ করা হয়েছে- সূরা আত-তীন। তীনের বাংলা অর্থ আঞ্জীর বা ডুমুর। মিশরসহ আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত ও পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে।
সোসাইটি অব সোশ্যাল রিফর্ম স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ বলেন, সোসাইটি অব সোশ্যাল রিফর্ম স্কুলের আঙিনায় গাছটি রোপণ করেন দাওহাতুল খাইর কমপ্লেক্স-এর পরিচালক সুফি সালাইমান মাসুদ। তীন গাছকে দেখতে অনেকেই আসছেন। গাছটিতেও ফলও ধরেছে। গাছটির ফল আমি খেয়েছি। এটি অনেক সুস্বাদু। ফলের আকার ডুমুরের চেয়ে বড়, খেতে মিষ্টি ও রসালো বলে জানান তিনি। বিশেষ করে যখন ফল ধরে তখন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাসহ দর্শনার্থী বেড়ে যায়।
স্থানীয়দের দাবি, এ গাছ বাংলাদেশে এই একটিই আছে। মরুভূমির এই গাছ বাংলাদেশের বেড়ে ওঠায় আরও বেশি ভিড় জমার কারণ হিসেবে দেখছে কেউ কেউ।
উল্লেখ্য, কুরআনের ৩০তম পারার ৯৫ নম্বর সূরার প্রথম আয়াত ‘ওয়াত্তীনি ওয়াযাইতূনি’। বর্ণিত সূরায় আল্লাহ তায়ালা তীন গাছের নামে শপথ করেছেন।
ডেস্ক রিপোর্ট
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি