ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানদের দিয়ে হাল চাষ!

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানদের দিয়ে হাল চাষ!

স্কুলে গিয়ে লেখাপড়ার করার বয়স তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাল চাষে নেমেছে দুই সন্তান। তবে চাষাবাদ করতে নয়। দরিদ্র বাবার চাষের জন্য কোনো গরু না থাকায় তারাই গরুর কাজ করছে।

হবিগঞ্জের লস্করপুর ইউপির নোয়াবাদ গ্রামে গেলে এমন দৃশ্য চোখে পড়ে। দরিদ্র কৃষক বাবা আছকির মিয়াকে সহযোগিতা করতেই মাঠে নেমেছে দুই সন্তান।

নোয়াবাদ গ্রামের ওই কৃষক আছকির মিয়া জানান, তার দুই সন্তান নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। জমিতে আলু বীজ রোপণ করার আগে হাল চাষ দিতে হয়। কিন্তু তার কোনো গরু না থাকায় নিজেই সন্তানদের নিয়ে চাষে নেমেছেন। এখানে ট্রাক্টরও পাওয়া যায় না। তাই অনেকটাই নিরুপায় তিনি।

তিনি আরো জানান, হালচাষের জন্য এখন আর কেউ গরু ব্যবহার করে না। অথচ একসময় কৃষকদের গোয়াল ভরা গরু থাকত। আবার সব কৃষকের ট্রাক্টরও নেই। মৌসুম আসলে ট্রাক্টর সহজে ভাড়া পাওয়া যায় না। তাই নিজেই কষ্টে করে জমিতে হাল চাষ করেন।

হবিগঞ্জ প্রতিনিধি 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল