দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

দেশীয় অস্ত্র জমা দিলেন গ্রামবাসী

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামবাসী। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের নিকট তারা এসব অস্ত্র স্বপ্রণোদিত হয়ে জমা দেন। এ সময় তারা আর দাঙ্গায় লিপ্ত না হওয়ার অঙ্গীকার করেন।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম-পিপিএম) বলেন, ‘পুলিশের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা নিজ উদ্যোগেই প্রায় দেড় হাজার দেশীয় সুচালো ও ধারালো অস্ত্র জমা দেন। তাদের দেখে জেলার দাঙ্গাপ্রবণ অন্যান্য এলাকার মানুষও অস্ত্র জমা দিতে উদ্বুদ্ধ হবেন বলে আমরা বিশ্বাস করি।’

বানিয়াচং থানার ওসি রঞ্জন সামন্তের সভাপতিত্বে ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্তীর পরিচালনায় উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র জমাদান উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।

এ সময় কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে পুলিশ গ্রাম্য দাঙ্গা নিরুৎসাহিত করে প্রচার চালাচ্ছে। এর প্রেক্ষিতে উত্তর সাঙ্গর গ্রামে অস্ত্র জমা দেন গ্রামবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল