পাকিস্তানের ইনিংস পরাজয়, বাবরের সেঞ্চুরি

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

পাকিস্তানের ইনিংস পরাজয়, বাবরের সেঞ্চুরি

খেলা  ডেস্কঃঃ ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারি পাকিস্তান। বাবর আজমের সেঞ্চুরি সত্ত্বেও পাঁচ রানের আক্ষেপ থাকলো পাকিস্তান ইনিংসে। পাঁচ রানে ম্যাচ হার না এড়তে পারলেও অস্ট্রেলিয়াকে আবারো ব্যাটিংয়ে নামাতে পারতো সফরকারীরা। পাঁচ রানের আক্ষেপ থাকলো উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানেরও। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১৬ পয়েন্ট অর্জন করলো অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ৩৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। তৃতীয় দিনশেষে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। চতুর্থ দিন ৬৪/৩ নিয়ে খেলা করে পাকিস্তান। চতুর্থ উইকেটে শান মাসুদকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন বাবর আজম।

২৪/১১/২০১৯

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল