ইলিয়াস কাঞ্চনের অপমানে চলচ্চিত্রকর্মীদের মানববন্ধনের ডাক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

ইলিয়াস কাঞ্চনের অপমানে চলচ্চিত্রকর্মীদের মানববন্ধনের ডাক

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত কয়েকদিন আগে উত্তাল ছিল দেশের পরিবহন সেক্টর। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি স্থিরচিত্র আলোচিত হয়। সেখানে দেখা যায়, ইলিয়াস কাঞ্চনের ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে ও কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতার মালা পরানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও জাতীয় সড়ক নিরাপত্তা আইন- ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নে মানববন্ধনের ডাক দিয়েছে চলচ্চিত্রকর্মীরা।

রোববার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ডেইলি বাংলাদেশকে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

তিনি বলেন, সোমবার দুপুর ১২টায় বিএফডিসি গেটে মানববন্ধন করা হবে। চলচ্চিত্রের ১৮ সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, শিল্পী সমিতি, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালক সমিতি ছাড়াও চলচ্চিত্রের অন্যান্য সংগঠনগুলো অংশ নেবেন।

বদিউল আলম খোকন আরো বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনগুলোর পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি অসন্মানজনক আচরণের তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। একইসঙ্গে জনস্বার্থে জাতীয় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই। আর এরই পরিপ্রেক্ষিতে সবাইকে নিয়ে এ মানববন্ধন করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারার মৃত্যুর পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এরপর নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। সংগঠনের মাধ্যমে তিনি নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন নিয়ে ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন সময় শ্রমিকদের রোষানলে পড়তে হয়েছে।

বিনোদন ডেস্ক