জুড়ীতে টিলা কাটায় এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

জুড়ীতে টিলা কাটায় এক লাখ টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধিঃঃ  মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে টিলা কাটায় এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জানা যায়, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের দ্বহপাড়া গ্রামে মৃত ফয়াজ আহমদের পুত্র মো. জিহাদুল ইসলাম (২৮) অবৈধ ভাবে টিলা কাটছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।॥

সরেজমিন ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) মোতাবেক জিহাদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

এ সময় জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

২৬/১১/২০১৯