সমাজকর্মী তাহেরকে হুমকিতে সিলেট বিভাগের যুব সমাজ ব্যথিত

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

সমাজকর্মী তাহেরকে হুমকিতে সিলেট বিভাগের যুব সমাজ ব্যথিত

সিলেট :: সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে (শাপলা-১০, উত্তর জল্লারপার, সিলেট) সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক নিয়মিত সভা আলোচনার একপর্যায়ে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিকে হুমকি প্রদানের আলোচনায় পরিগণিত হয়।

হুমকির প্রতিবাদে সাংগঠনিক নিয়মিত সভায় বক্তারা বলেন, মোহাম্মদ এহছানুল হক তাহের ৫ মে ১৯৯৮ খ্রীষ্টাব্দ থেকে ধারাবাহিকভাবে বৃহত্তর সিলেটের যুব সমাজকে জাগাতে ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। একটি সংঘবদ্ধ চক্র কখনও চায়না যুব সমাজ জেগে উঠুক, যুবরা ভালো কাজ করুক, যুবরা পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করুক। তারা চায় যুবরা অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করে নিজেকে একজন বিকলাঙ্গ ব্যক্তি হিসেবে জাতির কাছে উপস্থাপন করুক। তাই তাহেরের কাজকে বাধা প্রদানের লক্ষ্যেই একটি নির্দিষ্ট গুষ্টি সবসময় তৎপর। বক্তারা বলেন, কোনভাবেই তাহেরের কর্মকান্ডকে হুমকি প্রদানের মাধ্যমে স্তব্ধ করা সম্ভব নয়। যুব সংগঠক ও সমাজকর্মী তাহেরকে হুমকিতে সিলেট বিভাগের সর্বস্তরের যুব সমাজ অসম্ভবভাবে ব্যতীত। বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে ২৪ নভেম্বরের জিডির (নং- ১৯১১) পূর্ণ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার মোহাম্মদ এহছানুল হক তাহেরকে মুঠোফোনে হুমকির প্রতিবাদে সাংগঠনিক নিয়মিত সভায় আগামী ৩০ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভার উদ্যোগ গ্রহণ করা হয়।

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব দিবস ২০১৯-এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মুখলিছুর রহমান। প্রতিষ্ঠাতা সভাপতিকে হুমকির প্রতিবাদে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। নেতৃবৃন্দদের মধ্যে থেকে সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিলেট জেলা প্রতিনিধি সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সমাজসেবা সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমু, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিনিয়র সহ-দপ্তর ও ত্রাণ সম্পাদক মো. ইমাজ উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমজান আহমদ সাকিল, সহ-প্রতিবন্ধি সম্পাদক এস.এ.এন রাহি, সংগঠনের অন্যতম সহযোদ্ধা সৈয়দ ময়নুল ইসলাম, আব্দুল মুকিত, মো. আফজল হোসেন, মোঃ জসিম উদ্দীন।

উল্লেখ্য, মোহাম্মদ এহছানুল হক তাহের সামাজিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, জিন্দাবাজার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি, ফুঁটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেটের আহ্বায়ক, অধিকার সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল