কুলাউড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যু

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

কুলাউড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে মাটি চাপা পড়ে স্বর্নালী বিশ্বাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কাদিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাবুল বিশ্বাসের মেয়ে স্বর্নালী বিশ্বাস দুপুর ১টার দিকে বাড়ির পাশে ফানাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা দেখতে যায়। ড্রেজার মেশিন দিয়ে নদীর ভেতরের অংশ থেকে মাটি তুলে বাইরে ফেলার সময় মাটি স্বর্নালীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।

কুলাউড়া প্রতিনিধি