১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদনঃঃ জেলায় জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মহিন উদ্দিন উপ পরিদর্শক (এসআই) পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ১২ টার দিকে আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
২০০৫ সালে মহিন উদ্দিন বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন জেলার থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৪ সালে এএসআই হিসেবে কুলাউড়া থানায় যোগদান করেন। বর্তমানে বড়লেখা থানার অধীনে শাহবাজপুর তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
মৌলভীবাজার জেলার মধ্যে চলতি বছরে পুলিশে কর্মরত একমাত্র কর্মকর্তা হিসেবে মহিন উদ্দিন এ পদোন্নতি পেয়েছেন। পুলিশে যোগদানের পর থেকে দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে আসছিলেন পুলিশের এ চৌকস কর্মকর্তা। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে সফলভাবে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সাথেও সম্পর্ক বেশ সুদৃঢ় রয়েছে তাঁর।
মহিন উদ্দিন বলেন, নিজের সততা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে এ পদোন্নতি পেয়েছি। এজন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা ও দোয়া কাম্য।
২৮/১১/২০১৯
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D