২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামে সরকারি জায়গায় প্রতিষ্ঠিত একটি কবরস্থান জবরদখল করে প্রধান ফটকে তালাবদ্ধ করে রেখেছে স্থানীয় মালঞ্চপুর গ্রামের একটি প্রভাবশালী পরিবার। এতে ধর্মঘর গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে প্রায় ৬-৭ মাস ধরে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, কবর স্থান জবরদখলকারীর কবল থেকে উদ্ধার, হেফাজত, তালাবদ্ধ থেকে উন্মুক্ত করে দেওয়ার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন উক্ত বিষয়টি মাধবপুর আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
কিন্তুমাধবপুর উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হলেও উক্ত সভায় বিষয়টি উত্থাপিত হয়নি। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান জানান, জেলা প্রশাসকের নির্দেশনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২৮/১১/২০১৯
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D