১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: সোমবার থেকে ৪ দিন বয়সের একটি শিশু যার লালন-পালন হচ্ছে অন্যের ঘরে। শিশুটি ভূমিষ্ট হয়ে পৃথিবীর আলো-বাতাস সবকিছুই দেখলো কিন্তু কে তার জন্মদাতা তাদেরকে দেখা হলো না শিশুটির। এমনই একটি ঘটনা ঘটেছে সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকায়। গত মঙ্গলবার একজন বয়স্ক নারী একটি শিশুকে বিক্রির চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
বয়স্ক ওই নারী বিক্রির চেষ্টা করলে যে মহিলার কাছে নিয়ে যান তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে জানান। বয়স্ক মহিলাকে শিশুসহ নিয়ে যাওয়া হয় কাউন্সিলরের কার্যালয়ে সেখানে ওই নারীকে আটক করা হয় এবং শিশুটির দুধ মায়ের দায়িত্ব নেন স্থানীয় বাসিন্দা খাদিজা।
অবশেষে ৪ দিনের শিশুটি তার মাকে খুঁজে পেল। ধর্মের চাইতে মানবতা বড়। জন্মদাতা পরিবারের চাইতেও বেশি কাঁদছে শিশুটিকে দুধ মায়ের পরিচয় দেয়া পরিবারটি। আর্থিক অনটন আর অভাবের কারণে শিশুটির লালন-পালন করতে পারবেন না বলে মায়ের কাছে রেখে চলে যান বাবা। বিয়ানীবাজার থানার সাগলীর, বানীগ্রাম এলাকার যগুরাম বৈধ্যের ছেলে বিজিত বৈধ্য শিশুটির বাবা। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে অনেকবার খুশি রানীর মা মিলন মালাকার বিষয়টি শেষ করতে চান। কিন্তু শেষ করতে পারেননি। কিন্তু ব্যর্থতার কারণে মাও শিশুটিকে ফেলে দেন।
তার সাথে কথা হলে তিনি সিলেটের দিনকালকে বলেন, আমার নিজের একটি সন্তান রয়েছে। এখনো সে বুকের দুধ পান করছে। আমি ওই শিশুটিকে নিজের সন্তানের মতো দেখছি। তাকে দুধ মায়ের পরিচয় দিয়েছি। আমার স্বামী বলেছিলেন শিশুটিকে ফেলে দিতে কিন্তু আমি না করেছি। যদি তার আসল বাবা-মাকে খুঁজে পাওয়া না যায় তাহলে আমি ও আমার স্বামী তাকে মা-বাবার পরিচয় দিয়েই লালন-পালন করবো। নিজ সন্তানের মতো আমাদের আদর, স্নেহে তাকে লালন-পালন করবো
দৈনিক সিলেটের দিনকাল’র নিজস্ব প্রতিবেদক, সিল নিউজ বিডি’র বিশেষ প্রতিনিধি, তরুণ সাংবাদিক মো.নাঈমুল ইসলাম গত মঙ্গলবার থেকে এভাবে ধাপে ধাপে ভিডিও প্রতিবেদন করেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়ার পর সবার দৃষ্টিগোচর হয় বিষয়টি।পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই তৎপর হয়ে কাজ করেন। ধাপে ধাপে এই প্রতিবেদনের ফলেই শিশুটি ফিরে পায় তার পরিবারকে।
এ বিষয়ে মো.নাঈমুল ইসলাম বলেন, আমি আশ্চর্য্য হয়েছি সেই পরিবারের মানবিকতা দেখে যে পরিবার শিশুটিকে দুধ মায়ের পরিচয় দিয়েছিল। ভিডিও প্রতিবেদন প্রকাশ হওয়ার সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই। আল্লাহর কাছে শুকরিয়া জানাই শিশুটি তার পরিবার ফিরে পেয়েছে। কিন্তু শিশুটির বাবা যেই জঘণ্য কাজটি করেছেন তাকে আশা করি আইনের আওতায় নিয়ে আসা হবে।কিভাবে একটি পরিবার তার সন্তানকে ফেলে দিতে পারেন। আর্থিক অনটন থাকতে পারে এর মানে এই নয় যে সন্তানকে ফেলে দিতে হবে। আমি ওইসব বাবা-মায়ের কাছে বিনীত অনুরোধ করছি এভাবে জন্মের পর সন্তানকে কষ্টের সম্মুখীন করবেন না। প্রশাসনের চাপের মুখে এসে যদি তারা সন্তানকে নিতে আসে তাহলে তাদেরকে না দেয়াই ভালো। কারণ আমি যখন লাইভ করি তখন দেখেছি জন্মদাতা মায়ের মনোভাব ও যিনি দুধ মায়ের পরিচয় দিয়েছিলেন তার খালা’র মনোভাব। দুধ মা থাদেজা’র খালা আমার সাথে কথা বলতে গিয়ে অনেক আবগাপ্লুত হয়ে পড়েন। একজন জন্মদাতা মায়ের চেয়েও বেশি। ভিডিওটি পুরো দেখলে আপনারা দেখতে পারবেন।
তিনি আরো বলেন, নবজাতক শিশুটিকে যখন পাওয়া যায় ঘটনাটি সবার দৃষ্টিগোচরে নিয়ে আসার জন্য এবং প্রকৃত বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাৎক্ষণিক দৈনিক সিলেটের দিনকাল’র আরেকটি প্রতিষ্ঠান সিল নিউজ বিডি’তে লাইভ করা হয়। যা মুহুর্তের মধ্যে সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়। শুরু হয় ফোন কল আসা। সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা শুধু তাই নয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সৌদিআরব আরো অনেক দেশ থেকে ফোন আসে। অনেকে বলেছেন শিশুটির যদি বাবা-মাকে খুঁজে না পাওয়া যায় তাহলে তারা দত্তক নিতে চান। তবে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশুটির দুধ মা খাদেজা। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই যদি জন্মদাতা মা দায়িত্ব নিতে ব্যর্থ হন তাহলে শিশুটি ওই পরিবারকে দিয়ে দিবেন। দুই দিনের জন্য হলেও তারা শিশুটিকে অনেক আপন করে নিয়েছে।
ভিডিও লিংক সমূহ sylnewsbd ও dailysylheterdinkal ফেইসবুক পেইজে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D