২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ্যাম্বেসি অব ফেডারেল রিপাবলিক অব জার্মানি ইন বাংলাদেশ এবং জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং ইনষ্টিটিউট অব মডার্ণ ল্যাংগুয়েজ (আইএমএল)। সেমিনারে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মারজানা রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক ও আধুনিক ভাষা ইন্সস্টিটিউট (আইএমএল) এর পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর। এসময় জার্মানে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর বাংলাদেশ প্রতিনিধি রুমানা কবির এবং বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক কর্মকর্তা তামারা কবির।
অতিথি বক্তব্যে পিটার ফারেনহোল্টজ বলেন, শিক্ষার্থী এবং গবেষক হিসেবে জার্মানিতে অনেক জনবল প্রয়োজন। এবছরই বাংলাদেশ থেকে এক হাজারের অধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানীতে পাড়ি দিয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার প্রবণতা হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীদের হার দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এইচ ই পিটার ফারেনহোল্টজ। এইচ ই পিটার বলেন, শিক্ষার্থী ও গবেষক হিসেবে জার্মানিতে প্রচুর লোকবল প্রয়োজন। এবছরই বাংলাদেশ থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি দিয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার প্রবণতার হার ৩০ শতাংশ বেড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D