সিলেট ঈদগাহ ময়দানে শুটিং, বিতর্কে সিয়াম-মিম-রাফী!

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

সিলেট ঈদগাহ ময়দানে শুটিং, বিতর্কে সিয়াম-মিম-রাফী!

গল্পের প্রয়োজনে সিনেমার শুটিং অনেক জায়গায় হয়। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সে মোতাবেক নির্মাতা রায়হান রাফী সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে করেছেন তার ‘ইত্তেফাক’ সিনেমার কিছু অংশের দৃশ্যায়ন। যেখানে অংশ নিয়েছেন সিয়াম ও বিদ্যা সিনহা মিম।

শুটিংয়ের সময়কার একাধিক স্থিরচিত্র ছড়িয়ে পড়ে অনলাইনে। এরপরই তোপের মুখে পড়েন সিয়াম মিম ও রাফী। একটি ঐতিহ্যবাহী পবিত্র স্থানে শুটিং করায় সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। এমনকি সিলেটের স্থানীয় কিছু গণমাধ্যমেও এই ঘটনা নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ হয়েছে।

জানা গেছে, শাহী ঈদগাহ ময়দানে সিয়াম নামাজ পড়েছেন। আর সেই দৃশ্যটাই ধারণ করা হয়েছে সিনেমার ক্যামেরায়। তবে সিয়াম কেবল অভিনয়ের জন্য নয়, সত্যি সত্যিই নামাজ পড়েছেন বলে জানান নির্মাতা রাফী।

সেই সঙ্গে নির্মাতা আরও জানান, তিনি এবং সিয়াম দু’জনেই মুসলমান। তাই এই ধর্মের প্রতি তাদের অনুভূতি অন্য সবার চেয়ে কোনো অংশে কম নয়। সুতরাং ঈদগাহের পবিত্রতা বজায় রেখেই তারা শুটিং করেছেন সেখানে। তাই অযৌক্তিক সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা।

‘ইত্তেফাক’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। এটি রায়হান রাফীর পঞ্চম সিনেমা। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরান’ ও ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো নির্মাণ করেছেন। যার মধ্যে ‘পরান’ ও ‘স্বপ্নবাজী’ এখনো মুক্তির অপেক্ষায় আছে।

নিজস্ব প্রতিবেদক

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল