২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
স্রোতের বিপরীতে সাঁতার কেটে বড় হয়েছেন। মুদ্রার উল্টোপিঠ দেখেছেন বহুবার।
তাইতো যতবারই হোঁচট খেয়েছেন ততবারই ফিরে এসেছেন স্বরূপে,স্বমহিমায়, মাথা উচুঁ করে। এবার ঠিক তেমনই এক লড়াইয়ের সামনে দাঁড়িয়ে মাশরাফি। দুঃস্বপ্নের মতো কেটেছে বিশ্বকাপ। এরপর ইনজুরির যন্ত্রণা। সব মিলিয়ে মাঠে ফেরা হয়নি মাশরাফির। আসন্ন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন বিপিএলের সবথেকে সফলতম অধিনায়ক। তার দল ঢাকা ঢাকা প্লাটুন।
এখানেও দল পেতেও হয়েছে সমস্যা। কয়েক রাউন্ড চলে যায়। মাশরাফিকে ডাকে না কোনো দল। শেষ পর্যন্ত অষ্টম রাউন্ডে ঢাকা আস্থা রাখে বাংলাদেশের সফলতম অধিনায়কের উপর। দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের বিশ্বাস মাশরাফি পারফর্ম করবেন ধ্রুবতারার মতো। পারফর্ম করবেন এবং দলের হয়ে রাখবেন অবদান।
‘আমার কাছে মনে হয়, সে পুরো আসরে খেলবে এবং ভালোভাবে খেলবে। ভালো পারফরম্যান্সও করবে। সবচেয়ে বড় সুবিধা যেটা আছে- অভিজ্ঞতা, এটা তো ফেলতে পারবেন না। যখন তারা খেলবে, শতভাগ দিয়েই খেলবে।’
বিশ্বকাপের পর ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। এরপর দীর্ঘদিন ছিলেন ক্রিকেটের বাইরে। নিজের ফিটনেস নিয়ে লড়াই শেষে আজই মাশরাফি ফিরেছেন বোলিংয়ে। শনিবার একাডেমি মাঠে দীর্ঘক্ষণ বোলিংয়ে দেখা গেছে নড়াইল এক্সপ্রেসকে। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও মাশরাফি নিজ থেকে ট্রেণিং করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
‘মাশরাফি কিন্তু অনেকদিন ধরে ট্রেনিং করছে। কেউ জানে না। ফাঁকে ফাঁকে অনুশীলন চালিয়ে গেছে। ওর বোলিংয়ে অভিজ্ঞতা বলেন, সামর্থ্য বলেন এটা কখনো কমেনি। কখনও কমবেও না। শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলেছে। এখন মনে হচ্ছে পুরোপুরি গঠনে আছে। ওর খেলার আগ্রহটা এখনো মরে যায়নি। অনেকেই অনেক কথা বলে…আমি মনে করি সে এখনও ক্রিকেট খেলতে চায় এবং ও যখন খেলে সেরাটাই খেলতে চায়। এটাই হল মাশরাফির সাথে বাকিদের পার্থক্য।’
২০১৫ বিপিএলে কোচ সালাহউদ্দিনকে নিয়ে মাশরাফি জিতেছিলেন বিপিএলের শিরোপা। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাশরাফি জিতেছেন শিরোপা। মাশরাফির দলের মেন্টর ছিলেন হাবিবুল বাশার। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মাশরাফিকে তারা খুব কাছ থেকে দেখেছেন। জানেন বীর বেশে মাশরাফি ফিরেছেন বারবার। তাইতো ক্যারিয়ারের শেষবেলাও দুজন আস্থা রাখছেন মাশরাফির উপর।
স্পোর্টস ডেস্ক
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D