বাকাছাপ সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বাকাছাপ সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শাখার কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে শনিবার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জনাব ছাইদুর রহমানের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাকিম উজ্জামান’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদশে (আইডিইবি)’র সিলেট জেলা শাখার সভাপতি মো: নজরুল হোসেন (আইডিইবি)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহেমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. খালেদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ফার্ম শপের জুনিয়র ইন্সট্রাক্টর ও আইডিইবি’র তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল কুমার দে, উড্ ওয়ার্কিং শপের চিফ ইন্সট্রাক্টর মো: আজাহারুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আতাহার আলী রাহীকে সভাপতি ও রফিকুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বিপ্লব চন্দ্র দেব, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন খানঁ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোস্তাকিম উজ্জমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈমুল ইসলাম সাব্বির, কোষাধ্যক্ষ দীপ্ত লোধ জয়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আজিম আহমদ সায়েম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হোসনা বেগম, সমাজকল্যাণ সম্পাদক জয় দীপ নয়ন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুলাহ আল্ মামুন, সহ-ক্রীড়া সম্পাদক হৃদয় খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আহেমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক সুফিয়ান জালালী, সহ-দপ্তর ও পাঠাগার সম্পাদক সৌরভ আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জহুরা ইমা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা রাণী পাল, বিভাগীয় প্রতিনিধি শেখ ফরিদ, আবু সালেহ, জুনেদ আহমদ, এ এইচ মুহিন, আব্দুর রহমান, জুম্মান আহমদ শান্ত, আকরাম হোসেন, আবু তাহের।

উক্ত সভায় বাকাছাপ’ র উপধারা-১ (ক) মোতাবেক ১ বছরের জন্য কমিটিকে অনুমোদন দেয়া হয়।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল