দায়িত্ব পালনে সহযোগিতা ও পরামর্শ চাই : জাকির

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

দায়িত্ব পালনে সহযোগিতা ও পরামর্শ চাই : জাকির

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ কৃপায় আমি নির্বাচিত হয়েছি। আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আমার উপর এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। তিনি এক বিবৃতিতে আরো বলেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত কাউন্সিলর, ডেলিগেট, আমার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি, যাদের অকৃত্রিম সমর্থন ও সহযোগিতার জন্য আমি আজকের পর্যায়ে এসেছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যাতে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
অধ্যাপক মো. জাকির হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সাহায্য সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল