নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

নবীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে আহত ৮

নবীগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে বসতঘরে পানি পড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংঘর্ষে আহতরা হলেন- একপক্ষের জালাল মিয়া (১৭), সাবাজ মিয়া (২৫), খালেদ মিয়া (৩৫), আলামিন মিয়া (২৭), অপরপক্ষের ফজল মিয়া(৭৫), লালু মিয়া (৩০), রুবেল মিয়া (২০), সাহেদা বেগম (৪০) ও ফজলু মিয়া (২০)। তারা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

একপক্ষের সাবাজ মিয়ার সাথে কথা বলে জানা যায়,বসতঘরের চালা থেকে অপরপক্ষের জায়গায় পানি পড়লে এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল