২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯
বিনোদন ডেস্কঃঃ ঢালিউড কুইন বলা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এক শাকিব খানের সঙ্গেই প্রায় ৮০টিরও বেশি ছবিতে অভিনয় করে হয়েছেন পরিচিত ও আলোচিত। সিনেমার জুটি থেকে হয়েছিলেন বাস্তবের জুটিও। বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। ঘরে এসেছেন এক পুত্র সন্তানও। নাম আব্রাম খান জয়। পরে ডিভোর্সও হয়েছে তাদের। মাথার উপর থেকে শাকিব খানের ছায়া সরে যাওয়ার পর সিনেমায় আর নিয়মিত হতে পারেনি অপু বিশ্বাস।
নতুন ছবি নিয়ে কথা হচ্ছে, শিগগিরই শুটিংয়ে ফিরবো। বারবার এমন ঘোষণা গণমাধ্যমে দিলেও সেটা আর বাস্তবায়ন হয়নি। সর্বশেষ চিত্রনায়ক বাপ্পির সঙ্গে জুটি হয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিতে অভিনয় করেন তিনি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এরপর নতুন আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিতে পারেননি এক সময়ের আলোচিত এ নায়িকা। স্টেজ শো’তে পারফর্ম করেও সন্তুষ্ঠ করতে চেয়েছেন ভক্তদের।
এবার তাই ভিন্ন পথে হাটলেন অপু বিশ্বাস। খুললেন ব্যবসা প্রতিষ্ঠান। ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে অপুর নতুন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। যেখানে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
তবে নিজের নতুন প্রতিষ্ঠান পিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ আপাতত না পরে জানাতে চাইছেন অপু।
সদ্য প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অপু বিশ্বাস বলেন, এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D