৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া

সিলেটের দিনকাল ডেস্ক::

এসএ গেমসের ফুটবলে বাঁচা-মরার ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে ইভেন্ট শেষ করেছে তারা। স্বর্ণপদকের লক্ষ্য নিয়ে গিয়ে ব্রোঞ্জ জিতে ফেরাটা খারাপ খবরই বটে! অধিকন্তু ম্যাচে একটি ঘটনা বড় ধাক্কা হতে পারে দেশের ফুটবলের জন্য। বাজে আচরণের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফিফা রেফারিদের টেকনিক্যাল ইনস্ট্রাক্টর আজাদ রহমানের আশঙ্কা সেটিই। তিনি বলেন, জামাল যেভাবে তেড়ে-ফুড়ে এসে ফাউল করেছে, মাটিতে পড়ে থাকা খেলোয়াড়ের শরীরে পা চাপিয়েছে, ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি মারাত্মক খারাপ আচরণ। এ ছাড়া লালকার্ড দেখার পর প্রধান রেফারি ও সহকারী রেফারিকেও ধাক্কা মেরেছে সে। ম্যাচ কমিশনার প্রতিবেদন এএফসিতে জমা দিলে ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে তাকে নিষিদ্ধ করতে পারে। সঙ্গে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে। এ ক্ষেত্রে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারে।

এটি অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। এএফসি কিংবা ফিফা পরিচালিত আন্তর্জাতিক ম্যাচ নয়। তা হলে শাস্তি কেন? এর জবাবও দিয়েছেন আজাদ। তিনি বলেন, এটি আঞ্চলিক টুর্নামেন্ট। এএফসি ও ফিফার আইন অনুযায়ীই হয়েছে। ঘরোয়া ম্যাচ হলেও শাস্তি দেয়ার এখতিয়ার এএফসি বা ফিফার আছে। জামালের শাস্তি শুধু নির্ভর করবে ম্যাচ কমিশনারের প্রতিবেদন ও তথ্য প্রমাণাদির ওপর।

ফেসবুকে সিলেটের দিনকাল