বিপিএলের প্রথম মৌসুম শুরু হচ্ছে কাল থেকে। দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহকে পাচ্ছে না চট্টগ্রাম। দলটির পরের ম্যাচে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ভারত সফরে পাওয়া চোটের কারণেই বিপিএলের শুরুতে মাঠে নামছেন না তিনি।
মাহমুদউল্লাহ তাই কোনো ঝুঁকি নিতে চান না। তিনি নিজেই জানিয়েছেন, প্রথম ম্যাচটা ‘খেলতে পারছেন না’। চট্টগ্রামের পরের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুব কম থাকলেও ফেরার আশা করেন অভিজ্ঞ এ ক্রিকেটার। চট্টগ্রাম এ টুর্নামেন্টের অন্যতম বড় তারকা ক্রিস গেইলকে পাচ্ছে শেষ দিকে। আর শুরুতে মাহমুদউল্লাহকে না পাওয়ায় চাপেই থাকতে হবে দলটিকে।