বিশ্ব মানবাধিকার দিবস পালনের খবর

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

বিশ্ব মানবাধিকার দিবস পালনের খবর

রুহুল আমীন তালুকদার
১৯৪৮ সালে ১০ই ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে। সারা বিশ্বের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৭১ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়। এ দিবসটি উপলক্ষে সিলেটের একটি অভিজাত হোটেলে বিশ্ব মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পক্ষে বর্নাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্টানসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ এর যৌথ উদ্যোগে এ অনুষ্টানে প্রধান পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন সিলেটের চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম শিপার ও আহাদ নীল এর সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আহাদ চৌধুরী (অব:)’র সভাপতিত্বে, মহিলা সম্পাদিকা রুবিনা ইয়াসমিন অন্তরার সঞ্চালনায় নজরুল ইসলাম শিপার স্বাগত বক্তব্য তিনি বলেন-১৯৪৮ সালে ১০ই ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস পালিত হয়। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (ইউডিএইচআর), জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত ও ঘোষণাকে সম্মান করার জন্য এই তারিখটি নির্বাচিত করা হয়েছিল। মানবাধিকারের প্রথম বিশ্বব্যাপী উদ্বোধন এবং নতুন জাতিসংঘের প্রথম বড় অর্জনগুলির মধ্যে একটি। মানবাধিকার দিবসের আনুষ্টানিক প্রতিষ্টা হয়েছিল ১৯৫০ সালের ৪ ডিসেম্বর। সাধারণ পরিষদের ৩১৭ তম প্লেনারী সভায়, যখন সাধারন পরিষদ প্রস্তাবটি ৪২৩ (ভি) ঘোষণা করে, সমস্ত সদস্য দেশ এবং যেকোন আগ্রহী সংস্থাকে তারা যথাযথ দেখায় এই দিবসটি উদযাপন করার জন্য আমন্ত্রন জানিয়েছিল। মানবাধিকার সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে একটি যুযোপযোগী দলিল, যাতে বিশ্বজুড়ে লোকেরা অধিকারপ্রাপ্ত ৩০টি মৌলিক অধিকারের রূপরেখা দেয়। উল্লেখিত কারনেই ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস নামকরন করা হয়েছে ও অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট আম্বরখানা গার্লস কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দেস আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম ফারুকী, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর সিলেট ও ডাঃ বাহার উদ্দিন, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা, দিলওয়ার হোসেন খান, চেয়ারম্যান, হিউম্যান রাইটস ওয়াচ, সিলেট, তারেক হাসান চৌধুরী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী, আলাউদ্দিন মুক্তা হিউম্যান রাইটস ওয়াচ সিলেট মানবাধিকারকর্মী, দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক, হিউম্যান রাইটস ওয়াচ, সিলেট, সাংবাদিক ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ রেহান, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, প্রচার সম্পাদক সবুজ মিয়া, দৈনিক সিলেটের দিনকালের নিজস্ব প্রতিবেদক রুহুল আমীন তালুকদার, জকিগঞ্জ প্রতিনিধি কাজী এনামুল হাসান, দৈনিক যায়যায়দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদ, এম জেড খালেদ, লিজা তালুকদার, তান্নি বেগম আয়েশা, জাকারিয়া হোসেন জাকির, ইবান হোসেন, দিনার আহমদ, তুশার চৌধুরী, কবির আহমদ, মিজানুর রহমান মিজান, কে.এ জাকির আহমদ মনি প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল