মহান বিজয় কে স্বরণীয় ও বরণীয় করতে পরিকল্পনা গ্রহণ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

মহান বিজয় কে স্বরণীয় ও বরণীয় করতে পরিকল্পনা গ্রহণ

নতুন প্রজন্মের হৃদয়ে মহান বিজয় দিবস কে চিরস্মরণীয় করে রাখতে অাল গণী ফাউন্ডেশন ইউকে বৃটেনের বিশ্ব যুদ্ধের ট্রফির মতো ৭১ মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় ফুল বিতরণ করার বিরাট পরিকল্পনা গ্রহণ করেছে। এজিঅাইসিও ভিন্ন ধরনের কল্পনা কে চিন্তা চেতনা কে সকলেই স্বাগতম জানিয়েছেন। দেশ বিদেশের সামাজিক সংগঠন সোস্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং দেশ বিদেশের প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল পত্রিকা এজিঅাইসিও পরিকল্পনা কে সফল সার্থক করতে এগিয়ে এসেছেন। জিবি টিভি, এস টিভি, দৈনিক সিলেটের দিনকাল, অালীনগর দর্পণ, বিয়ানীবাজার গোলাপগন্জ বার্তা এজিঅাইসিও কে সকল ধরনের মিডিয়া সহায়তা দিতে অাগ্রহ প্রকাশ করেছে। এজিঅাইসিও চেয়ারম্যান এম এ হুসাইন ইউকে সেক্রেটারী জেনারেল সলিসিটর মাইকেল জে হারবি সহ সকল সদস্য এবং ট্রাষ্টি বৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে দেশ বিদেশের সবাইকে বিজয়ের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা লক্ষ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবস লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মহান বিজয় কে স্বরণীয় করে রাখতে বিজয় ফুল বিতরণ পরিকল্পনা কে সফল সার্থক করতে সকলের নিকট সাহায্য সহযোগিতা কামনা করেছেন। এজিঅাইসিও চেয়ারম্যান এম এ হুসাইন ৫৫ হাজার বর্গ মাইলের এই দেশ, ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি মানুষের হ্রদয়ের মনিকোঠায় বিজয় ফুল বরণ করে নেওয়ার জন্য অাহবান জানিয়েছেন। জিবি পত্রিকা সম্পাদক খন্দকার বদরুল অালম এজিঅাইসিও চেয়ারম্যান এম এ হুসাইনের সাথে অালাপ কালে বিজয় ফুল বিতরণের অভিনব কল্পনা তিনির মনে কি ভাবে জাগ্রত হলো জানতে চাইলে তিনি বলেন অামরা দেখেছি ১৯৪০-৪১ সালে বৃটেনের নেতৃত্বে হিটলারের বিরুদ্ধে ২য় বিশ্ব যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে বৃটেনের মিত্রবাহীনির সাথে বীর সাহসী ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ মুসলমান সামরিক সৈন্য যুদ্ধ করেছে। তাদের জীবনের বিনিময়ে বিশ্ব যুদ্ধে বৃটেনের জয় হয়েছে। সরকার বিজয়ের গৌরব অহংকার কে চিরস্মরণীয় করে রাখতে সরকারি বেসরকারি সকল শ্রেণির মানুষ সেই একটা লাল ও কালো রঙের ট্রফি পরিধান করে। বিশ্ব যুদ্ধে জীবন দানকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এই ব্যতিক্রম ধর্মীয় ভিন্ন ধরনের কনসেপ্টস হতে অামার মনে বিজয় ফুল কল্পনার জন্ম হয়েছে। বিজয় ফুলের চেতনা কি করে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের মধ্যে সমগ্র বিশ্বে চড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত প্রবাসী বাংলাদেশীর মাঝে পৌঁছে দেয়া যায় সেই চিন্তা চেতনার একটি অংশ হিসেবে এজিঅাইসিও এই বিজয় ফুল বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। বিজয় ফুল ১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হউক। ৬৮ হাজার গ্রাম গন্জ পাড়া মহল্লার নতুন প্রজন্মের অহংকারের প্রতিক হিসেবে মনোনীত হউক এই কামনায় এজিঅাইসিও।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল