সড়ক দুর্ঘটনায় নিহত ‘মিস পাকিস্তান

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ‘মিস পাকিস্তান

বিনোদন ডেস্কঃঃ  দুর্ঘটনায় মারা গেছন সাবেক মিস পাকিস্তান জানিভ নাভিদ। গত ১ ডিসেম্বর নিউইয়র্কের মেরিল্যান্ডের কলেজ পার্কের ২০০ নম্বর রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

ডেইলি মেইল জানায়, ওইদিন নিজের মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ‘মিস পাকিস্তান ২০১২’। হঠাৎ মোড় ঘুরতেই দুর্ঘটনার শিকার হন তিনি। ফুটপাতের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তার গাড়ি। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসক ৩২ বছর এই সুন্দরীকে মৃত ঘোষণা করেন।

১৯৮৭ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ জানিভ নাভিদের। দীর্ঘদিন ধরে তিনি নিউইয়র্কে বসবাস করে আসছিলেন। নিউইয়র্কের পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

২০১২ সালে কানাডার টরেন্টোতে এক অনুষ্ঠানে ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ খেতাব পান তিনি। একই বছর তিনি ‘মিস আর্থ’ বিজয়ী হন। জানিভ নাভিদ বাবা, মা, স্বামী আর দুই ভাই রেখে গেছেন।

কাজল/১৪/১২/২০১৯