আজ রাত ৮টা দেখবেন ‘গ্যালারি টক’ শো

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

আজ রাত ৮টা দেখবেন  ‘গ্যালারি টক’ শো

নিজস্ব প্রতিবেদক
সিলেট থেকে এই প্রথম শুরু হচ্ছে খেলাধূলা নিয়ে অন লাইন টক’শো’ ‘গ্যালারি টক’ । আজ রাত ৮টায় লাইভ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমিরা। সিলেটের সাংবাদিকতার অন্যতম বিশিষ্টজন, দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক, সাবেক ক্রিকেটার আজিজ আহমদ সেলিম আজ শেয়ার করবেন খেলাধূলা নিয়ে তার অনুভূতি। অনুষ্টানটি উপস্থাপনা করবেন বিশিষ্ট সাংবাদিক (ক্রীড়া) ও সিলেটের দিনকাল-এর স্পোর্টস এডিটর বদরুদ্দোজা বদর।

উপভোগ করতে ক্লিক করুণ

https://www.facebook.com/dailysylheterdinkal/

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল