বিজয় দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

বিজয় দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

সিলেটের দিনকাল ডেস্ক:
বিজয়ের বাণী ধ্বনিত হোক প্রজন্ম থেকে প্রজন্মে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল সাড়ে ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর প্রথমেই দলীয় পরিবেশেন নিয়ে শহীদ মিনার বেদিতে উপস্থিত হয়। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় সুস্মিতার সঞ্চালনে আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, প্রান্ত, পূজা, শুচি, মন্ত্র, আব্দুল্লা, বৃন্দা ও স্বপ্ন। এই গৌরবময় দিনে কবি খান আতাউর রহমান, কামাল চৌধুরী, শুভংকর দাস, হাসনা হেনা, বিমল কর, পরিতোষ বাবলু ও ইমতিয়াজ সুলতান ইমরান লেখায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় আবৃত্তি।

সুবেদ-১৭/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল