নাটকে প্রথমবার একসঙ্গে তাহসান ও পূর্ণিমা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নাটকে প্রথমবার একসঙ্গে তাহসান ও পূর্ণিমা

বিনোদন ডেস্কঃঃ  প্রথমবার একসঙ্গে নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।

এ বিষয়টিকেই উপজীব্য করে নাটকটির গল্প তৈরি হয়েছে।

এতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এর আগে সাগর ভাইয়ের রচনায় অন্য নির্মাতার পরিচালনায় অভিনয় করেছি। এবার তার পরিচালনায়ই কাজ করছি। ভালো লাগছে। নাটকটির গল্পও দারুণ। অন্যদিকে তাহসান ভাইও গুণী শিল্পী। তার সঙ্গে প্রথম নাটকে কাজ করছি। আশা করছি কাজটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’

নাটকটি আগামী ভালোবাসা দিবসে অনলাইন টিভি ‘গ্লোবাল টিভি’তে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন। তাহসান খান নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি মাসের পুরোটা জুড়েই ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শোতে অংশ নেবেন বলে জানিয়েছেন।

কাজল/১৮/১২/২০১৯