‘এটি দারুণ একটি অনুভূতি’

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

‘এটি দারুণ একটি অনুভূতি’

 

বিনোদন ডেস্কঃঃ  ট্রেনিং করানোর পর আমাদের শুটিংয়ে নেয়া হচ্ছে। এটি দারুণ একটি অনুভূতি। আগামীকাল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে শুটিং। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। এ কারণে এ বন নিয়ে সাধারণ মানুষের ছিল দারুণ ভয়। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের দুঃসাহসিক অভিযানের ফলেই এটা সম্ভব হয়েছে। এ বিষয়টিকে উপজীব্য করেই নির্মাণ হবে ছবিটি।

আর বনের মধ্যে টানা বেশ কয়েক দিন শুটিং চলবে। তাই কিছুটা ভয় তো আছেই। তবে এমন ভালো প্রজেক্টে কাজ করছি ভেবে খুব উচ্ছ্বসিত- কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় দেখা যাবে তাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব ওয়েলফেয়ার সোসাইটি লিমিটেডের অর্থায়নে নির্মাণ হচ্ছে এই সিনেমা। উপস্থাপনা, মডেলিংয়ের বাইরে বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত নুসরাত ফারিয়া।

‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলোতে দর্শকরা তার অভিনয় দেখেছেন। ফারিয়া অভিনীত বেশকিছু সিনেমা দর্শকরা পছন্দও করেছেন। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার সিনেমায়ও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন সেখানকার জনপ্রিয় তারকা জিৎ, অঙ্কুশের বিপরীতে। বর্তমানে কয়েকটি সিনেমা নিয়ে বেশ আলোচনায় রয়েছেন এ নায়িকা। ঢালিউড কিংখ্যাত তারকা শাকিব খানের সঙ্গে প্রথমবার ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায়। নুসরাত ফারিয়া বলেন, ‘শাহেনশাহ’ বেশ বড় বাজেটের সিনেমা। এটি দর্শকদের ভালো লাগবে। এদিকে এর আগে দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ সিনেমায় কাজ করেছেন নুসরাত ফারিয়া।

এখানে তার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করেছেন। নতুন বছরে বাকি অংশের কাজ হবে। অন্যদিকে কলকাতার সিনেমা ‘ভয়’-তেও কাজ করছেন ফারিয়া। এ সিনেমার কাজের সবশেষ খবর জানতে চাইলে তিনি বলেন,‘ভয়’ সিনেমার কিছু অংশের কাজ বাকি আছে। ছবিটির গল্প থ্রিলার ঘরানার। বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবার নিয়ে চিন্তার কারণে মানুষ কীভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে সেটাই এ ছবির প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। এতে আমার বিপরীতে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। এ ছবির বাকি কাজ শুরু হবে নতুন বছরের শুরুতে। নুসরাত ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অঙ্কুশের বিপরীতে কাজ করলেও এবার কলকাতার প্রোডাকশনে তার বিপরীতে প্রথমবার কাজ করছেন।

‘ভয়’-এর আগে ‘বিবাহ অভিযান’ ছবিটি প্রথমে ভারতে এবং পরে বাংলাদেশে মুক্তি পায় ফারিয়ার। এর আগে অঙ্কুশের সঙ্গে ফারিয়া ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন। ‘ভয়’-এর পর বাংলাদেশে নতুন কোনো সিনেমায় তাকে দর্শকরা দেখতে পাবেন কি ? জবাবে ফারিয়া বলেন, অবশ্যই। ইফতেখার চৌধুরীর নাম চুড়ান্ত না হওয়া নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবির কাজও সামনে শুরু হবে। এছাড়া আরো বেশকিছু সিনেমা নিয়ে কথা চলছে। ভালো গল্প ও বাজেটের সিনেমাতে কাজ করার ইচ্ছেটা বেশি। আর সেই ধরনের সিনেমাগুলোতেই যুক্ত হওয়ার চেষ্টা করছি।

আমাদের দেশে ভালো অভিনেতার অভাব নেই। প্রায়ই ইউটিউবে নাটক দেখি। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ অনেকের অভিনয় খুবই ভালো লাগে আমার। সময় পেলেই নাটক দেখা হয়। আর সিনেমার শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন করছি। কিছু আন্তর্জাতিক পণ্যের মডেল হিসেবে ফটোসেশনেও অংশ নিয়েছি। এসব পণ্যের প্রচারণায়ও কাজ করছি। নাটকের কাজেও কি তাহলে নুসরাত ফারিয়াকে দর্শকরা দেখতে পাবেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমি আপাতত চলচ্চিত্র নিয়েই ব্যস্ত থাকতে চাই। বড় পর্দার দর্শকদের জন্য সময়টা বেশি দিতে চাই। পরিশ্রম করতে চাই। ভালো মানের সিনেমা তাদের উপহার দিতে চাই।

কাজল/১৯/১২/২০১৯