২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯
বিনোদন ডেস্কঃঃ চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজটি প্রকাশের পর চলতি বছর ‘গার্ডেন গেম’ নামে আরেকটি ওয়েব সিরিজের কাজ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন তৌহিদ মিটুল। আসছে নতুন বছরে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে জানালেন পপি। তিনি বলেন, চলতি বছরটা খুব ভালো কেটেছে। বেশ কয়েকটি মানসম্পন্ন কাজ করা হয়েছে আমার। সবশেষ ‘ক্যান্ডেল লাইট’ নামের একটি টেলিছবিতে কাজ করলাম। আর ‘ইন্দুবালা’ ও ‘গার্ডেন গেম’ নামে ওয়েব সিরিজ দুটি চলতি বছর প্রচারের পর বেশ সাড়া পেয়েছি।
নতুন বছরে বেশ কিছু নতুন সিনেমা নিয়ে কথা হচ্ছে। নতুন বছরটা নতুন প্রত্যয়ে শুরু করতে চাই। এদিকে মালয়েশিয়াতে দুটি শো নিয়ে কথা হয়েছে। সব ঠিক থাকলে আসছে ২৫শে জানুয়ারি জোহর বাহরুর পারসাদা জোহর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এবং ২৭শে জানুয়ারি কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ হলে বাংলাদেশি কনসার্ট ও মিট দ্য এনআরবি-তে পারফর্ম করবো। বর্তমানে পপি অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এগুলো হলো ‘সাহসী যোদ্ধা’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। এছাড়া ‘সেভ লাইফ’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন পপি। উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এ পর্যন্ত অনেক চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D