কলকাতায় বর্ষবরণের গান নিয়ে হাজির লায়লা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

কলকাতায় বর্ষবরণের গান নিয়ে হাজির লায়লা

বিনোদন ডেস্কঃঃ  কলকাতায় বর্ষবরণের গান নিয়ে হাজির সংগীতশিল্পী লায়লা।  ’লিপ লক’ গান  নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী। গানটির সংগীত পরিচালক উস্তাদ গোলাম আলী খানের নাতি আমির আলী খান।  গানের কথা লিখেছেন সুরভিন কর। নিউটাউনের একটি হোটেলে শুক্রবার সন্ধ্যায় লিপ লকের মিউজিক ভিডিওটির উদ্বোধন করেছেন ভারতীয় সংগীতের দুই নক্ষত্র উষা উত্থুপ এবং কুণাল গাঞ্জাওয়ালা। উপস্থিত ছিলেন গানটির সংগীত পরিচালক আমির আলী খানও । যার গান নিয়ে এই আয়োজন সেই শিল্পী লায়লা ছাড়াও অনুষ্ঠান মঞ্চে ছিলেন সাংবাদিক অকপ্রভ সরকার। অনুষ্ঠান শুরুর আগে লায়লা-ডি-সোল নামে শিল্পীর নিজের চ্যানেলে ‘লিপ লক’ গানটির আনুষ্ঠানিক মুক্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংগীত শিল্পী উষা উত্থুপ বলেন, কনকনে শীত পড়ে গিয়েছে। চারিদিকে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত শহর কলকাতা।

বলা ভালো গোটা ভারত। বাংলার মেয়ে হয়েও হিন্দি এই পার্টি সং গোটা ভারতের সংগীতপ্রিয় মানুষের মন জয় করবে। কুণাল গাঞ্জাওয়ালা মনে করেন, ‘লিপ লক’ গান দিয়ে শিল্পীর গুণ বিচার করা যাবে না। লায়লার বেশ কিছু গান আসছে শিগগিরই। লায়লা কত বড় মাপের শিল্পী সেটা তখন পরিস্কার হয়ে যাবে। সাংবাদিক অর্কপ্রভ সরকার বলেন, যে কোনো গানই মানুষের মনের আনন্দ দেয়। বাঙালি একজন শিল্পী গোটা ভারত মাতাবেন সেটা এই শিল্পীর গান শুনে বিশ্বাস করছি। মেরিন ভিশনের ব্যানারে আগামীদিনে  আরো গান নিয়ে আসছেন বলে জানান শিল্পী লায়লা। তিনি বলেন, আগে বেশ কিছু জনপ্রিয় গানের রিমেক করেছি। সেগুলোও প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু এবার আমি নতুন গান নিয়ে আসছি। এক এক করে যা আমার চ্যানেলে রিলিজ হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শাকিল আনসারি।