১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক:
নরসিংদী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রীতিরঞ্জন সাহাকে (৭৩) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনের ১ম দিন শেষে রাত দেড়টায় আমিরগঞ্জ স্টেশন থেকে নিজ বাড়ি রহিমাবাদ যাওয়ার পথে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা জানায়, হামলায় মাথার বেশ কয়েক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরবর্তীতে গোঙানির শব্দ শুনে এক পথচারী তার বাড়িতে খরব দেয়। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ভিকটিমের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েছ ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখী করার দাবি জানিয়েছেন।
সুবেদ-২১/১২/১৯
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D