২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
ক্রীড়া ডেস্কঃঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের সুবাদে এ বছর ইউরোপের সেরা ক্লাব ইংল্যান্ডের লিভারপুল। অন্যদিকে কোপা লিবার্তেদোরেস জিতে দক্ষিণ আমেরিকার সেরা ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন আজ মুখোমুখি হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। কাতারের রাজধানী দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
২০০৫-এ প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে লিভারপুল। সেবার ব্রাজিলের আরেক ক্লাব সাও পাওলোর কাছে ১-০ গোলে হেরে যায় তারা। ফ্ল্যামেঙ্গো এবারই প্রথম ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছে। এ টুর্নামেন্টে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০০০ সাল থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের কোরিন্থিয়ান্স, সাও পাওলো ও ইন্টারনাসিওনাল।
অন্যদিকে ২০০৮-এ ম্যানচেস্টার ইউনাইটেডের পর ইংলিশ প্রিমিয়ার লীগের আর কোনো দল ক্লাব বিশ্বকাপ জিততে পারেনি।
সেমিফাইনালে মেক্সিকান ক্লাব মনটেরির বিপক্ষে নাটকীয় জয় পায় লিভারপুল। যোগ করা সময়ে রবার্তো ফিরমিনো গোল করে অলডেরদের ফাইনালে পাঠান। ফ্ল্যামেঙ্গো অবশ্য আল আইনের বিপক্ষে সহজেই জয় তুলে নেয়। পিছিয়ে পড়েন ৩-১ গোলে জেতে তারা। ব্রাজিলিয়ান ক্লাবটিতে কয়েকজন ভালো মানের ফুটবলার আছেন। গ্যাব্রিয়েল বারবোসার কথা বিশেষভাবে বলতে হবে। তার জোড়া গোলেই রিভার প্লেটকে হারিয়ে ৩৮ বছর পর কোপা লিবার্তেদোরেস ট্রফি জেতে ফ্ল্যামেঙ্গো। ফরোয়ার্ড লাইনে ২৩ বছর বয়সী বারবোসার সঙ্গে রয়েছেন ব্রুনো হেনরিক। সেমিতে এক গোল করেন তিনি। মিডফিল্ডে লিভারপুলকে চ্যালেঞ্জ জানাতে পারেন জর্জিয়ান ডি আরাসকায়েতা। ২৫ বছর বয়সী এই উরুগুইয়ানের গোলে সেমিফাইনালে আল আইনের বিপক্ষে সমতা আনে ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়েছে দিয়েগো আলভেসের মতো অভিজ্ঞ গোলরক্ষক। পেনাল্টি ঠেকিয়ে দেয়ায় সুনাম আছে যার। ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগায় খেলার সময় লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর স্পটকিকও আটকে দিয়েছিলেন এই আলভেস।
লিভারপুল পূর্ণ শক্তির দলই নিয়েই আজ নামছে। অসুস্থতার কারণে সেমিফাইনালে খেলতে পারেননি রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভার্জিল ভ্যান ডাইক। তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। দলীয় কোচ ইয়ুর্গেন ক্লপ সেমিফাইনালে কষ্টার্জিত জয়ের পর ফাইনালে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ফ্ল্যামেঙ্গোকে যথেষ্ট সমীহ করছেন এই জার্মান। তিনি বলেন, ‘ফ্ল্যামেঙ্গো কোচ হোর্হে জেসুসের কোচিংয়ে ইউরোপিয়ান প্রভাব বিদ্যমান। যেহেতু তিনি ইউরোপিয়ান কোচ। পর্তুগালে খুবই সফল ছিলেন। এখন ব্রাজিলেও সফল। তবে তাদের ইউরোপিয়ান কোচ না থাকলেও ম্যাচটা আমাদের জন্য কঠিনই হতো। কাজেই ফ্ল্যামেঙ্গোর প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে আমাদের।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D