২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
ক্রীড়া ডেস্কঃঃ রাফায়েল ওদোইন-নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের কাঁধে ভর করেই গত মৌসুমে তিনে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষ করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপের সেমিফাইনাল এবং স্বাধীনতা কাপে ফাইনাল খেলেছিল তারা। প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোল করা এই নাইজেরিয়ানের গোলে গতবারের মতো এবারও মৌসুম শুরু করেছে শেখ রাসেল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলে রাফায়েলের একমাত্র গোল শেখ রাসেল হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে শক্তি আর ধারে-ভারে উত্তর বারিধারার চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু মাঠে সেই ধার-ভারের ছোঁয়াটা ফুটিয়ে তুলতে পারেনি সাইফুল বারী টিটুর দল। কোনো মতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। চার দলের গ্রুপ বলে এক ম্যাচ জয়ই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি রাসেলের। তবে এ জয়টা তাদের এগিয়ে দিয়েছে অনেক দূর।
বাকি দুই ম্যাচের একটি জিতলেই শেষ আটের টিকিট পেয়ে যাবে তারা। এদিন ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ রাসেল। আজিজভ আলিশেরের হেড শেষ মুহূর্তে ফিরিয়ে উত্তর বারিধারার ত্রাতা গোলরক্ষক আজাদ হোসেন। সতেরতম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় শেখ রাসেল। মোহাম্মদ আব্দুল্লাহর থ্রু পাস ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন নিচু শটে জাল খুঁজে নেন। আজাদ এগিয়ে এলেও আটকাতে পারেননি। ৩৪তম মিনিটে সুমন রেজার শট আশরাফুল ইসলাম রানা ঝাঁপিয়ে পড়ে ফেরালে সমতার ভালো একটি সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার। দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি শেখ রাসেল। ৬৩তম মিনিটে ওডোইনের শট পোস্টের বাইরে যায়; ৮৫তম মিনিটে আলিশেরের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। আগামী সোমবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে মাঠবে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ওইদিন উত্তর বারিধারার প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।
মোহামেডান-মুক্তিযোদ্ধার পয়েন্ট ভাগাভাগি
এগিয়ে গিয়েও মুক্তিযোদ্ধার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে দিনের দ্বিতীয় ম্যাচে আমির হাকিম বাপ্পীর গোলে লীড নেয় মোহামেডান। মোহামেডানের লীড বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মুক্তিযোদ্ধার অধিনায়ক শাহ আলম অনিক। তার দেয়া গোলেই প্রথমার্ধেই সমতায় ফেরে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরী করে আরো গোল করতে পারেনি মোহামেডান।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D