বাংলাদেশি পেসারদের প্রশংসায় হগ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

বাংলাদেশি পেসারদের প্রশংসায় হগ

ক্রীড়া ডেস্কঃঃ  বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে আলো ছড়াচ্ছেন দেশি পেসাররা। মেহেদী হাসান রানা-রুবেল হোসেনরা উইকেট শিকারে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আমির-রবি ফ্রাইলিঙ্কদের। সৌম্য সরকার-মুক্তার আলীদের মতো পার্টটাইম পেসাররাও ভালো করছেন। সবমিলিয়ে এবারের বিপিএলে বাংলাদেশি পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ ব্রাড হগ।
অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার হগ বিপিএলের প্রথম আসরে খেলেন সিলেট রয়্যালসের হয়ে। এবার আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ফলে কাছে থেকে বাংলাদেশি পেসারদের পর্যবেক্ষণ করছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৮০ উইকেট নেয়া হগ বলেন, ‘আমরা কিছু ভালো প্রতিভা দেখতে পাচ্ছি।

আমি এমন কিছু বোলার দেখেছি যারা ঘণ্টায় ১৩৫-১৪০ কি.মি গতিতে বল করছে। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভ লক্ষণ। ক্রিকেটের এই ফরম্যাটে তাদের (বাংলাদেশ) কিছু প্রতিভা খুঁজে পাওয়া দরকার।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২২ বছর বয়সী বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। বোলিং গড় ৯.৮৭। ইকোনমি রেটও দারুণ- ৬.৫৮। ঢাকা-চট্টগ্রামের ৪২৬ রানের ম্যাচেও ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন রানা। খুলনা টাইগার্সের পেসার ২৪ বছর বয়সী পেসার শহিদুর ইসলামের শিকার ৩ ম্যাচে ৪ উইকেট। রংপুর রেঞ্জার্সের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধও তার বোলিংয়ে ছড়িয়েছেন মুগ্ধতা। অভিজ্ঞদের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেনের শিকার ৩ ম্যচে ৫ উইকেট। খুলনার শফিউল ইসলাম ৩ ম্যাচে ৪ উইকেট। আর বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য মিডিয়াম পেসে ৫ উইকেট নিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল