অভিনব কায়দার ফেনসিডিল বহন, মহিলা গ্রেফতার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

অভিনব কায়দার ফেনসিডিল বহন, মহিলা গ্রেফতার

সিলেটের দিনকাল ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ ৬০ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুল আলম জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই মতিয়ার রহমান এবং এসআই ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বলুহর পুলিশ চেকপোষ্টের সামনে থেকে রবিবার সকাল ৭টার দিকে রেখা খাতুন ওরফে রেশমা (৩৫)কে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারের সময় রেশমা’র শরীরে অভিনব কায়দার ফেনসিডিল গুলি বাঁধা ছিল।

পুলিশ জানায়-রেখা খাতুন ওরফে রেশমা মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলাল উদ্দীনের স্ত্রী। রেশমা জানায়-বর্তমানে সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন আনন্দ ধাম ব্রীজ সংলগ্ন আমিরুল ইসলাম তসিলদারের ভাড়ার বাসাতে বসবাস করে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে রেশমাকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পঠিয়েছে।

সুবেদ-২৩/১২/১৯