২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
বিনোদন ডেস্কঃঃ আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ২০০৮ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ইসরাত জাহান চৈতি। পাত্র মাহমুদ আরাফাত একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে কর্মরত। গত ৮ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চৈতি নিজেই। বিয়েতে কেবল দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
যশোরের ছেলে মাহমুদ আরাফাতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল মডেল ও অভিনেত্রী চৈতির। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কয়েকটি টিভিসি করেছিলাম। সেখানকার কমিউনিকেশন হেড ছিলেন মাহমুদ আরাফাত। ওই সূত্রেই আমাদের পরিচয়। এরপর তৈরি হয় বন্ধুত্ব। যখন দেখলাম সম্পর্কটা ব্যক্তিগত হয়ে উঠছে তখন দুজনেই পরিবারকে জানাই। পরিবারের সম্মতি ও আয়োজনেই বিয়ে হয়েছে।’
নতুন জীবনসঙ্গীকে নিয়ে চৈতি বলেন, ‘সে খুবই শান্ত প্রকৃতির মানুষ। অন্যের কাজকে সম্মান দিতে জানে। বন্ধুর মতো পরামর্শ দেয়। সে আমার অভিনয়ের ভক্ত। পরিচয়ের আগে থেকেই সে আমার নাটক নিয়মিতই দেখতো। আমরা ভালো আছি। সবার দোয়া চাই।’
এর আগে, ২০১৫ সালের ৮ অক্টোবর ভালোবেসে ব্যবসায়ী শাওন রায়কে বিয়ে করেছিলেন চৈতি। তিনি একজন গ্রাফিক ডিজাইনার ও থ্রিডি অ্যানিমেটরও। তবে বনিবনা না হওয়ায় তিন বছরের মাথায় সেই দাম্পত্য জীবন ভেঙে যায়। সেই অতীতকে বিদায় দিয়ে নতুন জীবনের প্রত্যাশায় চার বছর পর একই তারিখে দ্বিতীয় বিয়ে করলেন চৈতি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D