তেমন কিছুর অপেক্ষায়

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

তেমন কিছুর অপেক্ষায়

বিনোদন ডেস্কঃঃ  নায়ক আমিন খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘অবতার’। এই সিনেমায় অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছেন তিনি। এতে তার সহশিল্পী মাহিয়া মাহি। আপাতত আমিন খান আর নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। তবে ভালো গল্প এবং নিজেকে আরো ভালোভাবে উপস্থাপনের মতো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন বলে জানিয়েছেন। তেমন কিছুর অপেক্ষায় আছেন এখন। এদিকে এনটিভিতে প্রচার চলতি ‘মার্সেল হা শো’র একজন প্রধান বিচারক হিসেবেও কাজ করছেন আমিন খান। তার সঙ্গে বিচারক হিসেবে আরো আছেন বিশিষ্ট নৃত্যশিল্পী, অভিনেত্রী, মডেল মুনমুন আহমেদ এবং অভিনেতা তুষার খান।

প্রথমবারের মতো কোনো বড় রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করছেন আমিন খান। এদিকে এ অভিনেতার ছেলে ইশানও মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছে। পুত্রের মডেল হিসেবে সাফল্যে গর্বিত তিনি। আমিন খান গত কয়েক বছর ধরে ওয়ালটন গ্রুপে চাকরি করছেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকতা। তবে চাকরি করলেও ভালো কাজের প্রস্তাব পেলে তিনি সিনেমা-নাটকে অভিনয় করে থাকেন। এরইমধ্যে আমিন খান শিল্পী পলির ‘রাজকুমারী’ শীর্ষক গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে  বেশ সাড়া পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, পলির গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে বেশ ভালোই সাড়া পাচ্ছি। এতে আমার উপস্থিতি অন্যরকম ছিলো। যে কারণে কাজটি করতে রাজি হয়েছিলাম। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে নিয়ে এই গানটিতে কাজ করেছেন। আজ এ অভিনেতার জন্মদিন। তবে এ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই। অফিস সময়ের পর স্ত্রী স্নিগ্ধা খান ও দুই পুত্র ফারহান, ইশানকে নিয়েই সময় কাটবে তার। জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, সবার কাছে শুধু দোয়া চাই যেন পরিবারের সঙ্গে দিনটি  ভালোভাবে কেটে যায়। আমার স্ত্রী ও দুই সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই আল্লাহ্‌ যেন তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমিন খান অভিনীত প্রথম সিনেমা ছিলো মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দ’ুটি মন’। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন রথী। প্রথম সিনেমা দিয়েই তিনি দর্শকের মন জয় করেছিলেন। এই সিনেমার ‘আমি তোমার জীবন’ গানটি এখনো শ্রোতা দর্শকের কাছে দারুণ প্রিয়।