কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি গাড়িচালকের মৃত্যু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি গাড়িচালকের মৃত্যু

নিউজ ডেস্ক:
কুয়েতে স্থানীয় এক নাগরিকের বাড়িতে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি গাড়িচালক নিহত হয়েছেন। তার নাম গিয়াস উদ্দিন (২৮)। বাড়ি ঢাকার দোহার উপজেলার সুন্দরী পাড়া গ্রামে। শনিবার কুয়েতের আব্দুল্লাহ আল মোবারক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত খবরে জানানো হয়।

কুয়েতের পত্রিকা ‘আরব টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়, গিয়াস উদ্দিন কুয়েতের এক নাগরিকের বাসায় গাড়িচালক হিসেবে কাজ করতেন। শনিবার ওই কুয়েতি মালিকের বাসায় আগুন লাগলে সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী স্থানীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ। প্রবাসী গিয়াস প্রায় এক যুগ আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানান প্রবাসীরা।

সুবেদ-২৪/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল