সমানতালে সানজিদা তন্বী

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

সমানতালে সানজিদা তন্বী

বিনোদন ডেস্কঃঃ  পাঁচ বছর হলো মিডিয়াতে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী ও উপস্থাপিকা সানজিদা তন্বী। তবে অভিনয় কিংবা উপস্থাপনা দু’টির কোনটাকেই তন্বী আলাদা হিসেবে দেখতে চান না। দু’টিই তিনি দারুণ উপভোগ করেন। তাই নিজেকে দু’টির একটি নির্দিষ্ট পরিচয়ে পরিচিত করতে চান না। যে কারণে যখন কারো সঙ্গে পরিচিত হন তিনি অভিনেত্রী, উপস্থাপিকা দুই পরিচয় দিতেই গর্ববোধ করেন। বৈশাখী টিভিতে একই পরিচালকের দু’টি ধারাবাহিক নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন তন্বী। আকাশ রঞ্জনের পরিচালনায় ‘রসের হাঁড়ি’ ও ‘বউ শাশুড়ি’ ধারাবাহিকে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া আপাতত আর কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না তিনি।

২০১৪ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে ছিলেন তন্বী। শুরুতেই তিনি দীপংকর দীপনের ‘লাভগুরু ডটকম’ নাটকে অভিনয়ের সুযোগ পান। পরবর্তীতে তিনি গিয়াস উদ্দিন সেলিম, সোলাইমান জয়, শাহনেওয়াজ রিপন, আনোয়ার হোসেন, ইফতেখার ইফতিসহ আরো অনেক পরিচালকের নাটকে অভিনয় করেছেন । উপস্থাপনায় তিনি আলোচনায় আসেন চ্যানেল আইতে প্রচারিত ‘বাংলাবিদ’র উপস্থাপনার মধ্যদিয়ে। বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার চলতি গানের অনুষ্ঠান ‘গোল্ডেন সং’-এর নিয়মিত উপস্থাপক তিনি। এর পাশাপাশি ডিবিসি চ্যানেলের ‘খেলা নিয়ে নতুন খেলা’ অনুষ্ঠানেরও নিয়মিত উপস্থাপনা  করছেন গেল তিন মাস ধরে। বরিশালের মেয়ে তন্বী পড়াশুনাতেও ভীষণ মেধাবী। অনার্সে এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস রয়েছে তার। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে অনার্স এবং পরবর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। নিজের কাজ প্রসঙ্গে সানজিদা তন্বী বলেন, মূলত আমার বাবার আগ্রহেই আইন বিষয়ে পড়াশুনা করা। আর নিজের ভালোলাগা থেকে অভিনয়ে এবং উপস্থাপনা দু’টোতেই সমানতালে সময় দিচ্ছি।