ভাইরাল কাজল

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

ভাইরাল কাজল

বিনোদন ডেস্কঃঃ  কাজল আগরওয়াল। দক্ষিণী সিনেমায় দারুণ জনপ্রিয় এই নায়িকা সামপ্রতিক সময়ে বেশ কয়েকটি সিনেমা করেছেন বলিউডেও। এবার ইন্টারনেটে ভাইরাল হলো নায়িকার কিছু বিকিনি পরিহিত ছবি। যা মন ভুলিয়েছে তার ভক্তদের। যে কোনো অনুষ্ঠান বা ছুটিতে কোথাও সময় কাটালে সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায়  শেয়ার করেন। ফলে পর্দার মতো সামাজিক মাধ্যমগুলোতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। সমপ্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার ছুটি কাটানোর ছবি। যা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।

পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন এই সুন্দরী। সেখান থেকেই বিকিনি পরা ছবি শেয়ার করেছেন। আর এর মাধ্যমে নতুন করে আলোচনায় চলে এসেছেন। দু’টি ছবির একটিতে দেখা যাচ্ছে, একটি প্লাস্টিকের হাঁসের ওপর বসে আছেন নায়িকা। অন্যটিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন । উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ ছবির মধ্য দিয়ে কাজল প্রথমে বলিউডে পা  রেখেছিলেন। এরপরেই তিনি  ঝোঁকেন দক্ষিণী সিনেমার দিকে। ‘মাগধীরা’ সিনেমায় অখিনয় করে তিনি ব্যাপক খ্যাতি লাভ করেন। পাশাপাশি বক্স অফিসেও বিশাল সাফল্যের মুখ দেখে এই সিনেমা। পরবর্তীতে ফের একবার বলিউডে এন্ট্রি নেন তিনি। আর অজয় দেবগণের বিপরীতে করা ‘সিংহাম’ ছবিটি দারুণ সফলতা পায়।