এখনই এমন কিছু ভাবছি না

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

এখনই এমন কিছু ভাবছি না

বিনোদন  ডেস্কঃঃ  এবার ভোজপুরি ভাষায় রিলিজ হবে আমার অভিনীত সিনেমা ‘পদ্মার প্রেম’। এটি পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। বাংলাদেশে সিনেমাটি খুব ভালো ব্যবসা না হলেও ভোজপুরি ভাষার জন্য এ সিনেমা একটি প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিয়েছে। প্রযোজকও সেজন্য ভারতে রয়েছেন। এ সংবাদ জেনে খুব ভালোলাগছে আমার। সত্যি বলতে সিনেমাটির গল্প ভালো। দর্শক সিনেমা হলে এখন নিয়মিত না। যে কারণে অনেক ভালো গল্পের সিনেমাও তারা দেখছে না।

কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা আইরিন। চলতি বছর ‘আকাশমহল’ সিনেমার পর নভেম্বরে ‘পদ্মার প্রেম’ সিনেমাটি মুক্তি পায় তার। আইরিন বলেন, একটা সময় দর্শকরা প্রতিটি নতুন সিনেমা দেখতে সিনেমা হলে ভিড় করতো। দর্শকদের সিনেমা দেখার জন্য আগ্রহ ছিল।

যা এখন নেই বললেই চলে। অনেক দর্শক কমেছে সিনেমা হলে। যা সিনেমা হল মালিকরাও বলছে। আইরিন অভিনীত ‘রৌদ্রছায়া’, ‘গন্তব্য’, ‘সেইভ লাইফ’ ছবিগুলো সামনে মুক্তি পাবে। এছাড়া অনন্য মামুনের ‘আহারে জীবন’ ও ‘পার্টনার’র বাকি কাজ সামনে শুরু করবেন বলে জানান। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আইরিনের শোবিজ যাত্রা শুরু হয়। বেশ লম্বা সময় র‌্যাম্পে কাটিয়েছেন এ মডেল ও অভিনেত্রী। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘ইউটার্ন’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবীনি’, ‘শেষ কথা’, ‘একজন কবির মৃত্যু’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। ভারতের সিনেমায়ও কাজ করেছেন আইরিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, কলকাতার সিনেমা ‘শিবরাত্রী’-তে কাজ করেছি। এ সিনেমার কাজ শেষ। এটি পরিচালনা করেছেন রাজাদীপ্ত ব্যানার্জি। তার পরিচালনায় ‘ডেথ সার্টিফিকেট’ নামের একটি ছবি ভারতে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসিত হয়। এ সিনেমায় আমার বিপরীতে সুমন ব্যানার্জি ও রাজা দাদা অভিনয় করেছেন। সামনে এ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া কলকাতার আরেকটি নতুন সিনেমা ‘কাউন্ট ডাউন’র কাজ সামনে শুরু হবে। সিনেমাটি  পরিচালনা করবেন পার্থ সারথী। এটি অফট্র্যাকধর্মী সিনেমা। এই সিনেমার গল্পই হচ্ছে প্রধান বিষয়। নতুন বছরে এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমা রিলিজ হচ্ছে, বছরও শেষ হয়ে এলো। তবে ব্যবসায়িক জায়গাতে বিপর্যয়। এ বিষয়গুলো নিয়ে কি ভাবছেন? আইরিন জবাবে বলেন, ইন্ডাস্ট্রি বাঁচাতে ভালো প্রযোজক দরকার।

ভালো মানের সিনেমা হল দরকার। পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়ার মতো হলের সংখ্যা এদেশে কম। আমি নিজেও পরিবার নিয়ে সিনেমা হলে ছবি দেখতে গেলে প্রথমে ঢাকার মধুমিতা, বলাকা অথবা সিনেপ্লেক্সে দেখার কথা ভাবি। তাহলে দর্শকরাও সেই চিন্তাটা করে। দর্শকদের হাতে এখন উন্নত প্রযুক্তির মুঠোফোন। নেট সংযোগ পাওয়ার কারণে বিনোদন এখন তাদের হাতের মুঠোয়। তাই ভালো বাজেটের, ভালো গল্পের সিনেমা দর্শকদের জন্য নির্মাণের পাশাপাশি তাদেরকে সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য উদ্বুব্ধ করতে হবে। প্রযোজকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।  সিনেমায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে বিয়ের কথা ভাবছেন কি-না জানতে চাইলে আইরিন বলেন, না। এখনই এমন কিছু ভাবছি না। কারণ বাবা অনেক অসুস্থ।  কয়েকদিন আগে তার হার্টে ৪টি রিং পরানো হয়েছে।

এখন তার দেখাশনা করা সবচেয়ে বড় দায়িত্ব আমার। কঠিন সময় পার করতে হচ্ছে আমাকে। আমার পরিবারের সবাই যশোরে থাকেন। ঢাকায় আমি খালার বাসায় থাকি। পরিবারে আমরা দুই ভাই-বোন। বড় ভাই মুন্না ব্যবসায়িক কাজে যশোরেই থাকেন। আমি বড় হয়েছি, সমাজের লোকেরা কি বলবে এসব ভেবে তাড়াহুড়া করে বিয়ে করতে চাই না। আর বিয়ে যখন করবো পরিবারের সম্মতি  নিয়েই করবো। তবে এখনই এ বিষয়ে ভাবছি না।