নির্বাচনে প্রার্থী পপি

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

নির্বাচনে প্রার্থী পপি

বিনোদন ডেস্কঃঃ  চলচ্চিত্রের জনপ্রিয় মুখ সাদিকা পারভীন পপি নির্বাচনে অংশ নিচ্ছেন। এরইমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ করাও শুরু করেছেন। চলতি বছর চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ফিল্ম ক্লাব লিমিটেডের ভোটার হয়েছেন তিনি। আর ভোটার হয়ে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বলে জানালেন পপি। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩০শে ডিসেম্বর ফিল্ম ক্লাবের নির্বাচন। এবারই প্রথম এই ক্লাবের ভোটার হয়েছি। ভোটার হওয়ার পাশাপাশি অনেকের উৎসাহে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচনে প্রার্থীও হয়েছি। এই ক্লাবে মোট ভোটার সংখ্যা ৫০০ এর বেশি।

সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন ভাই প্রতিযোগিতা করবেন। আর কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে মোট ১৯ জন প্রতিযোগিতা করছেন। আমার ভোটার নম্বর ৪৩০। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। ভালোই লাগছে। আমি আশাবাদী। এদিকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সারাদেশে কনসার্টের উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। ধারাবাহিক এই কনসার্ট শুরু হচ্ছে আগামী ৩রা জানুয়ারি থেকে। প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। এতে পারফর্ম করবেন পপি। অন্যদিকে, বর্তমানে সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ করছেন পপি। এরমধ্যে ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এ ছবিতে অভিনয় করেছেন আমিন খানের বিপরীতে।