নতুন মিউজিক ভিডিওতে নায়লা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

নতুন মিউজিক ভিডিওতে নায়লা

বিনোদন ডেস্কঃঃ  নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাইম। সেলিব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো তার অভিনীত ‘পাগল করে আদর করে’ শীর্ষক গানের মিউজিক ভিডিও। গানটির সংগীত করেছেন করেছেন কলকাতার অধ্যয়ন ধারা। কণ্ড দিয়েছেন সৌভিক কবি। কথা লিখেছেন জাহিদ আকবর ও অধ্যয়ন ধারা। গানটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে। গানটির ভিডিও পরিচালনা করেছেন অনন্য মামুন টিমের রব্বানী শেখ।