একসঙ্গে তিশা-সমাপ্তি

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

একসঙ্গে তিশা-সমাপ্তি

বিনোদন ডেস্কঃঃ  নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা সমাপ্তি মাসুক সম্প্রতি একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এর নাম ‘শেষটা একটু ভিন্নরকম’। প্রভাত আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। সমাপ্তি বলেন, তিশা ও আমাকে এ নাটকের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখতে পাবেন। এর আগেও তিশার সঙ্গে খন্ড ও ধারাবাহিক নাটকে কাজ হয়েছে। তিশা জানান, ভিন্ন কাহিনীর এ কাজটি করে বেশ ভালোলেগেছে। বেসরকারি টিভি চ্যানেলে সামনে এটি প্রচারিত হবে।