মৌলভীবাজারের ৩ জনসহ ৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

মৌলভীবাজারের ৩ জনসহ ৪ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেটের দিনকাল ডেস্ক:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের ৩ জনসহ বিএনপির ৪ নেতাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। অবশেষে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া মৌলভীবাজারের ৩ জন হলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রাহেনা বেগম হাসনা, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনা বেগম ডলি ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন।

এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সুবেদ-২৭/১২/১৯