শিক্ষক-শিক্ষাঙ্গনের আন্দোলনে বছর পার

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

শিক্ষক-শিক্ষাঙ্গনের আন্দোলনে বছর পার

সিলেটের দিনকাল ডেস্ক:
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বিতর্কিত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি, শিক্ষা মন্ত্রণালয়ের কাজে স্থবিরতা, শিক্ষার বিভিন্ন প্রকল্পে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগের মধ্যে শেষ হচ্ছে ২০১৯ সাল।

দেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ, বেতন বৃদ্ধির প্রস্তাবসহ নানা দাবিতে বছরজুড়ে অসন্তোষের ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। তবে এমপিওভুক্তি ও পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সরকারের উদ্যোগ ছিল প্রশংসনীয়। এছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক শিক্ষায় বেশকিছু ইতিবাচক পরিবর্তন আনে সরকার।

আবরার ফাহাদ হত্যায় উত্তাল বুয়েট
বছরের শেষ দিকে আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বুয়েট ও আবরার।

শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র-শিক্ষক রাজনীতি, বহিষ্কার হয় হত্যায় জড়িত ২৬ শিক্ষার্থী, র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি পায় ৩০ জন, ভবিষ্যতে যাতে কেউ কোনো রাজনীতিতে জড়াতে না পারে সে ব্যাপারে বিধিমালা জারি করে বুয়েট প্রশাসন। সকল দাবি আদায় শেষে দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকার পর ২৮ ডিসেম্বর টার্ম ফাইনালে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা।

বছরজুড়ে আলোচনায় জাহাঙ্গীরনগর
এবার বছরজুড়ে আলোচনায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুর্নীতির অভিযোগ তুলে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। অপর অংশ ভিসির পক্ষে আন্দোলনে নামে। উভয়পক্ষ জড়ায় সংঘর্ষে। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কথায় কথায় বহিষ্কার, উল্টো পদ হারালেন ভিসি
ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি, কথায় কথায় বহিষ্কারসহ নানা অভিযোগ এনে পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। টানা আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্য হন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট
দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে গত ২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালায় পরিবর্তন
চলতি বছর থেকে বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে তিনটি নীতিমালা প্রণয়ন করা হয়। প্রথমত, অনুমোদিত আসনের চেয়ে অতিরিক্ত ভর্তি না করাতে বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আগে মোট আসন সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) পাঠাতে হবে; দ্বিতীয়ত, গলাকাটা টিউশন ফির লাগাম টানতে সরকার ঘোষিত নির্ধারিত ফির অতিরিক্ত আদায় যেন না হয়, সেজন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন এবং তৃতীয়ত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির ক্ষেত্রে জেলা পর্যায়ের পরিবর্তে আন্তঃউপজেলা পর্যায়ে যুক্ত করার সিদ্ধান্ত।

সরকারি হাইস্কুলে ভর্তিতে নতুন নিয়ম
সরকারি হাইস্কুলে ভর্তিতে এবার নতুন প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরিবর্তে অল্পকথায় বা এককথায় উত্তর দেয়ার মতো প্রশ্ন এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা, সঙ্গে শূন্যস্থান, টেবিল/চার্ট, সমস্যা সমাধান/ধাঁধা ইত্যাদি রাখার সিদ্ধান্ত হয়।

সাত কলেজে পৃথক সমাবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলাকালে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তাদের যুক্ত করা হয়। সাত কলেজের অনেক শিক্ষার্থী বিষয়টি ভালোভাবে নেননি। তাদের একজন বলেন, ‘ভিডিও কনফারেন্সে সমাবর্তন আর ঘরে বসে বিটিভি দেখা একই বিষয়’।

উচ্চতর গ্রেড পেলেন বেসরকারি শিক্ষকরা
টাইম স্কেলের পরিবর্তে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

৬৪ জেলায় কর্মকর্তাদের রদবদল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীও চান না সমাপনী থাকুক
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে গত ২৪ ডিসেম্বর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পরীক্ষা নিতে নিতে শেষ করে দিচ্ছি বাচ্চাদের। খালি পরীক্ষা আর পরীক্ষা। প্রধানমন্ত্রী মনে করেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তিনিও (প্রধানমন্ত্রী) এর সঙ্গে একমত।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী চাইলে এ পরীক্ষা তুলে দিয়ে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে।

কমেছে ঝরে পড়ার হার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দাবি, গত ১০ বছরে স্কুল শিক্ষার্থী ঝরে পড়ার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিকে সভাপতি নিয়োগে যোগ্যতা নির্ণয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক। সভাপতি সংক্রান্ত নতুন নীতিমালা জারি করে প্রজ্ঞাপন প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বছরজুড়ে রাস্তায় প্রাথমিকের শিক্ষকরা
প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে বছরের শুরু থেকে নানা কর্মসূচি দিয়ে আসছেন প্রাথমিকের শিক্ষকরা। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে পুলিশ তাদের তাড়িয়ে দেয়। সেখান থেকে সমাপনী বর্জন করেন শিক্ষকরা। পরে ‘দাবি মোদের একটাই, প্রধান শিক্ষকদের পরের ধাপেই বেতন চাই‘- দাবি আদায়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় একের পর এক সভা করে যাচ্ছেন শিক্ষকরা। তারা মনে করছেন, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেই তাদের কাঙ্ক্ষিত দাবি পূরণ হবে।

শিক্ষক মায়ের বেতনের দাবিতে রাস্তায় সন্তানও
শিক্ষকদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হলেও তা নাকচ করে দেয় অর্থ মন্ত্রণালয়। পরে আবারও আলোচনার মাধ্যমে প্রধান শিক্ষকদের ১১তম ও সহকারীদের ১৩তম গ্রেড দিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলেও শিক্ষকরা তা নাকচ করে দেন।

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
অনেক জল্পনা-কল্পনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে স্থায়ী নিয়োগ পান ড. মো. আখতারুজ্জামান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি সাবেক প্রো-ভিসি বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীন আখতার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে নিয়োগ দেয়া হয়।

প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা
পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস রোধে এবার সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হয়। গোয়েন্দা সংস্থাও ছিল যথেষ্ট তৎপর। ফলে এবার জেএসসি-জেডিসি, সমাপনী পরীক্ষায় কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।

২৭৩০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত
দীর্ঘ ১০ বছরের মাথায় সারাদেশের দুই হাজার ৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। তবে এমপিওভুক্ত কার্যক্রমে ভুলভ্রান্তি পরিলক্ষিত হওয়ায় এ কার্যক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও তা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা তালিকাভুক্ত বিদ্যালয়গুলো পুনরায় যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন। এর আগে ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।

১০৩১ শিক্ষকের চাকরি জাতীয়করণ
দেশের ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৩১ শিক্ষকের চাকরি জাতীয়করণ করে সরকার। এসব বিদ্যালয় তৃতীয় ধাপে অধিগ্রহণকৃত।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে টিউশন ফি মওকুফ
২০২০ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। ধারাবাহিকভাবে এটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত করা হবে।

‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচি
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি নতুন শব্দ শেখানোর নির্দেশনা দেয় সরকার। এজন্য প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সুবেদ-২৭/১২/১৯

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল