প্রাথমিকে নতুন পদ্ধতি চালু

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

প্রাথমিকে নতুন পদ্ধতি  চালু

নিউজ ডেস্ক:
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের আওতায় আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরই সাথে সাথে বেতাগার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরার কাজ সম্পন্ন হল।

এক বক্তব্যে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ফকিরহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল হাজিরার আওতায় আসবে বলে আমরা আশা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল