কমলগঞ্জে ৭০ ফুট গভীর রিংওয়েলের ভেতর শিশুর লাশ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

কমলগঞ্জে ৭০ ফুট গভীর রিংওয়েলের ভেতর শিশুর লাশ

কমলগঞ্জ প্রতিনিধি :  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে রিংওয়েলের ভেতর থেকে সুমাইয়া আক্তার (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাত থেকে সুমাইয়া নিখোঁজ ছিল। সুমাইয়ার মা নাজু বেগম কাতারপ্রবাসী।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মদরিছ মিয়ার বাড়িতে নাছিমা আক্তার নামে এক নারী বিকেলে বাড়ির একটি রিংওয়েলের (টিউবওয়েল) ভেতর সুমাইয়ার (১২) লাশ দেখতে পান। নাছিমা সুমাইয়ার পরিবারকে জানালে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে তলব করে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে শিশুরটির লাশ উদ্ধার করে। রিংওয়েলটি ৭০ ফুট গভীর থাকায় শিশুটির লাশ উদ্ধার করতে বেগ পেতে হয়েছে বলে ফায়ার সার্ভিসের এক কর্মী জানান।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, সুমাইয়ার পরিবার বলছে সে মানসিক রোগী ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আসল রহস্য বেরিয়ে আসবে।