এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি জাবির, সম্পাদক আজহার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি জাবির, সম্পাদক আজহার

নিজস্ব প্রতিনিধি::  সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাবির আহমদ সভাপতি ও আজহার উদ্দিন শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী কার্যক্রম শেষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন ও মো. তৌফিক এজদানী চৌধুরী কমিটি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও উপদেষ্টা উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটির সহ-সভাপতি দিলীপ পাশী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, দপ্তর ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রুম্মান আহমদ, ইমরান ইমন ও কাওছার আহমদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি সোহেল আহমদ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল