১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক:
কথাই বলে ‘অতিলোভে তাঁতি নষ্ট’। হ্যাঁ, বেশি লোভ করতে গিয়ে এখন পস্তাচ্ছেন কুষ্টিয়া শহরের হিকমা হাসপাতাল ফার্মেসির মালিক। ওষুধের প্রকৃত মূল্যের চেয়ে প্রায় ১২ গুণ বেশি দামে বিক্রি করেছিলেন ফার্মেসি মালিক। ভোক্তা অধিকার অধিদপ্তর এবার ওষুধের প্রকৃত মূলের চেয়ে প্রায় ১৬শ’ গুণ বেশি জরিমানা করেছে ওই ফার্মেসি মালিককে।
জানা যায়, শহরের মজমপুর এলাকার বাসিন্দা নিলয় আহমেদ গত ৬ ডিসেম্বর শহরের গোরস্থানপাড়া এলাকায় হিকমাহ হাসপাতাল ফার্মেসিতে ওষুধ (ইনজেকশন) কিনতে যান। ওই প্রতিষ্ঠান একটি ওষুধের দাম রাখে ৩০০ টাকা। পরে নিলয় খোঁজ নিয়ে জানতে পারেন ওই ওষুধের প্রকৃত দাম ২৫ টাকা। পরে নিলয় গত ৮ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ ডিসেম্বর কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের কার্যালয়ে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ফার্মেসির মালিক বেশি দাম নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভুল হয়েছে বলে জানান। আজ রবিবার জরিমানার ৪০ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার টাকা থেকে ক্ষতিপূরণ হিসাবে অভিযোগকারীকে ২৫ শতাংশ, অর্থাৎ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আসলাম হোসেন তার কার্যালয়ে অভিযোগকারীর হাতে ১০ হাজার টাকা তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D